
নোয়াখালী জেলা প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্বরণে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা শোক সভা স্থগিত করে দিয়েছে কোম্পানীগঞ্জ থানা প্রশাসন।
আজ রবিবার (২১ মার্চ) দুপুর ২টায় কাদের মির্জা নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন।
গতকাল শনিবার বিকেল ৫টায় বসুরহাট পৌরসভা হলরুমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বরণে আয়োজিত স্বরণ সভা থেকে কাদের মির্জা আজ রবিবার বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা হল রুমে এ শোক সভা করার ঘোষণা দিয়ে ছিল।
এ বিষয়ে কাদের মির্জার ভাগনে ফখরুল ইসলাম রাহাত বলেন, কাদের মির্জা আজ রাজনৈতিক ভাবে কোম্পানীগঞ্জে দেউলিয়া হয়ে গেছেন। সে মওদুদের শোক সভার নামে নিজের রাজনৈতিক পায়দা লুটার চেষ্টা অপপ্রয়াস মাত্র।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, রবিবার দুপুর ১টার দিকে কাদের মির্জাকে বলা হয়েছে বসুরহাট পৌরসভার হল রুমে ডাকা শোক সভা স্থগিত করতে।
এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌরসভায় তিন দিনের শোক ঘোষণা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫মিনিটের দিকে জানাজা শেষে তাঁর ইচ্ছা অনুযায়ী ৬ষ্ঠ জানাজা শেষে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে বাবা-মায়ের পাশের কবরে সমায়িত করা হয়।
এর আগে, বিএনপির স্থায়ী কমিটির এ নেতা মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ ,মেয়ে আনা তাসপিয়া মওদুদ, ২ ভাই- ২ বোন সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।