
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ ছাড়া এই সময়ে ৩,৫৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে কোভিড শনাক্তের ৩৮১ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২১৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯১৭ জনের। এখন পর্যন্ত ৪৩ লাখ ৬৮ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন। মোট মারা গেছেন ৮৬৪২ জন।