
সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ বুধবার( ২৪ মার্চ) ভোর সাড়ে চারটার সময় উপজেলার বাড়বকুণ্ড এলকায় পিএইচপি ইউটার্ন মোড়ে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে পিএইচপি ইউটার্ন মোড়ে দাঁড়ানো একটি লরির (চট্রমেট্রো ঢ- ৮১-৩৬০৪) পেছনে চট্টগ্রামমূখী একটি মাল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-২০-৯৭৮৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাক চালক মোঃ মাহবুব (৩২) ও ট্রাকের হেলপার মোঃ হাবীব (২৫) ঘটনাস্থলে নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে আমরা লাশ দুইটি উদ্ধার করে বার আউলিয়া থানার নিকট হস্তান্তর করি। নিহত মাহবুব নওগা জেলার দৌগাছি এলাকার মোঃ মোতালেব এর পুত্র এবং হেলপার হাবীব একই জেলার বানগাঁও শান্তর হাটের মোঃ সেলিমের পুত্র।