
চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় নির্মাণাধীন ভবনে ছাদ থেকে পড়ে মো. জসিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়।
বুধবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ঢালাইয়ের কাজ চলাকালে মিকশ্চার মেশিন ছাদে ওঠানোর সময় এ দুর্ঘটনা ঘটে। আহত ২ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আপরজনকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।