
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ বাদ যোহর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ পরবর্তী একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
এদিকে হেফজতে ইসলামের বিক্ষোভকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ। এছাড়া নগরীতে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।