
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে। আজ শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়াস্থ জনৈক কার্তিক ঘোষের মালিকানাধীন ৫তলা ভবনটি হেলে পড়ে বলে পুলিশ জানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন ও পুলিশ টিম ঘটনাস্থলে পৌছে ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন, গোয়ালপাড়া এলাকায় রাতে একটি ভবন হেলে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিস উদ্ধার টিম ও সিটি কর্পোরেশন পৌছেছে। আমরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি।
তিনি জানান, কার্তিক ঘোষের মালিকানাধীন এ ভবনে তার ৫ ভাই ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করে বলে জেনেছি।
স্থানীয়রা জানান, রাতে পুলিশ ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে দিয়ে ভবনের নীচে দুই পাশে বাঁশ ও গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরী করেছে। যাতে ভবনের সামনে দিয়ে কেউ চলাচল করতে না পারে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, আমরা সিটি কর্পোরেশন ও সিডিএকে খবর পাঠিয়েছি। তারা এলে সকাল থেকে এ ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু হবে।