
গতকাল শনিবার চট্টগ্রামে একদিনে করোনায় সর্বোচ্চ নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৪২৩ জনে। এইদন ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে ২২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ রবিবার (১১ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষা করে ৫২ জন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৪টি নমুনা পরীক্ষায় ১০ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫৩ জন ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন শনাক্ত হয়।
শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০৬টি নমুনার মধ্যে ৭৯ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।