ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গভীর রাতে ফুটপাতে নবজাতক: উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার জিইসি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ফুটপাতে পড়েছিল সদ্য জন্ম নেয়া এক নবজাতক। পুলিশ খবর পেয়ে পরিচয়হীন এ নবজাতককে হাসপাতালে ভর্তি করেছে। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় উদ্ধার হওয়া এ নবজাতক হাসপাতালে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় বাসিন্দা ও একটি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা আল আমিন জানান, রাত ১টার দিকে বাসার নিচে হইচই শুনে রাস্তায় নেমে এসে দেখি প্রিমিয়ারের সামনের ফুটপাতে সদ্য জন্ম নেওয়া একটা ফুটফুটে বাচ্চা পড়ে আছে। তাৎক্ষণিক ফোন দিই জাতীয় জরুরী সেবার হটলাইন ৯৯৯—এ। সেখান থেকে সিএমপির চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে সংযুক্ত করে দিলে আমি তাঁকে ঘটনা বলার মিনিট দশেকের মধ্যেই ওসি তার ফোর্স নিয়ে হাজির হন। তারা সেখান থেকে সদ্য জন্ম নেওয়া শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

.

আল আমিন বলেন, ‘আমি বাচ্চাটিকে দেখে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ খুব দ্রুত রেসপন্স করেছে। তারা মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে। ওসি সাহেবসহ আমি হাসপাতালে নিয়ে যাই বাচ্চাটিকে।

চকবাজার থানার ওসি মো. আলমগীর বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে নবজাতকটিকে উদ্ধার করতে যাই। এরপর সদ্যপ্রসূত ওই কন্যাসন্তানকে হাসপাতালে ভর্তি করে দেই। বাচ্চাটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারা বাচ্চাটি রেখে গেছেন সেটি জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, যদি বাচ্চাটির কোনো অভিভাবক পাওয়া না যায়, তবে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা নেব।’

ওসি আলমগীর এর আগে আকবর শাহ থানার ওসি থাকাকালীন ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাত ১০টায় কর্ণেলহাট এলাকার একটি ডাস্টবিনে পাওয়া যায় একটি শিশু। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয় পুলিশ। একুশের প্রথম প্রহরের কিছুক্ষণ আগে শিশুটিকে উদ্ধার করার কারণে তার নাম রাখা হয় ‘একুশ’। উদ্ধার থেকে শুরু করে চিকিৎসাসহ সব কাজেই সামনে থেকে ছিলেন মোহাম্মদ আলমগীর।

পরে শিশুটি তিনমাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর যখন সুস্থ হয় তখন শিশুটিকে পেতে আদালতে ১৬ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ১২ জন আবেদনকারীর উপস্থিতিতে যাচাই-বাছাই ও শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে ‘একুশ’কে শাকিলা-জাকের দম্পতির জিম্মায় দেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print