
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার টোল রোডের দক্ষিণ পার্শ্বে একটি মাছের প্রজেক্ট থেকে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে আফসার আলীর মাছের প্রজেক্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হয়নি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ডিউটি অফিসার এসআই বেলাল বলেন, ৩৫ বছর বয়সী যুবকের লাশ ভাসতে দেখে থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, হুলুদ টি শার্ট ও জিন্স পেন্ট পরিহিত অর্ধগলিত লাশটি ভাসতে দেখে স্থানীয় থানায় খবর দেন তারা। পরে পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে।