ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভারত ফেরত ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সম্প্রতি ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরা  ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ১০ জন করোনা আক্রান্ত কি-না, তা জানা যায়নি।

ভারত থেকে দেশের বিভিন্ন জেলার কিছুসংখ্যক লোক গত ৪ মে সময় যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে আসলে তাদের সবাইকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৬ মে তাদের সবাইকে নিজ নিজ জেলা হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১০ জনকে শুক্রবার (৭ মে) ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক সূত্রে জানাগেছে, ভারত ফেরত এই ১০ জনের মধ্যে সাতজনকে হাসপাতালের ২৯নং ওয়ার্ডের কেবিনে ও তিনজনকে ১৬নং মেডিসিন ওয়ার্ডে রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ক্যানসার আক্রান্ত রোগী। রয়েছেন তাদের অভিভাবকও।

এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া  বলেন, ‘ভারতে চিকিৎসা নিয়ে আসা চট্টগ্রামের ১০ জনকে প্রাথমিক তত্ত্বাবধানের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তাদের মধ্যে ফটিকছড়ি উপজেলার তিনজন, চন্দনাইশ উপজেলার তিনজন, কর্ণফুলী থানার তিন এবং পটিয়া উপজেলার একজন রয়েছেন।’

হাসপাতালের ২৯নং ওয়ার্ডে রয়েছেন ইকবাল হোসেন, যিনি এক রোগীর সঙ্গে ভারতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারি ভারতে গিয়েছিলাম। কলকাতা থেকে গত ৪ মে যশোর আসি। তবে আসার আগে করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে। এখানেও করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে।’

তিনি আরও বলেন, ‘ভারত থেকে চিকিৎসা নিয়ে আসা আমাদের রোগী হাসপাতালে থাকতে পারছেন না। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাই। তবে এ ব্যাপারে কথা বলার জন্য সকাল থেকে কোনো ডাক্তার এখনো আসেনি।’

এর আগে গত ৪ মে বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল বন্দর হয়ে বিভিন্ন জেলার মানুষ বাংলাদেশে আসে। তখন এদের সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করে যশোর বক্ষ্যব্যাধী হাসপাতালে রাখা হয়। তবে গতকাল কর্তৃপক্ষের নির্দেশনায় যার যার জেলার হাসপাতালে তাদের পাঠিয়ে দেওয়া হয়।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print