
চট্টগ্রাম কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকায় দুই বন্ধুর মধ্যে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে মোঃ মুরাদ (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) রাত ১০টার দিকে চরলক্ষ্যা বোর্ড বাজার থানার কাছেই এ ঘটনাটি ঘটে। যেখানে ঘটনাটি ঘটে তার থেকে থানার দূরত্ব মাত্র ৩০ গজ। এতে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল মাহমুদ পাঠক ডট নিউজকে বলেন, জায়গা জমির ব্রোকারি নিয়ে রাতে দুই বন্ধুর মধ্যে মারামারি হলে মুরাদ দুজনকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাকে তলপেটে ছুরি মারা হয়। হাসপাতালে নেয়ার মারা গেছে বলে খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে ওসি জানান।

নিহত মোঃ মুরাদ চরলক্ষ্যা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বশর হাজীর বাড়ির মরহুম আবদুর রহিম প্রকাশ রহিম কসাই এর ছোট ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বোর্ড বাজারের চায়ের দোকানে বসে ছিল সে। সেখানে পূর্ব-শত্রুতার জেরে মোঃ মুরাদের সাথে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছলে মুরাদের তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মুরাদকে উদ্ধার করে প্রথমে উপজেলার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুঠোফোনে জানান, যখন মুরাদকে তাঁদের হাসপাতালে নেওয়া হয় ঐ সময় তিনি জীবিত ছিলেন। তবে তলপেটে প্রচুর রক্তকরণ হওয়ায় দুমিনিটেই তাঁকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ও মর্গে দায়িত্বরত মোঃ সেলিম পাঠত ডট নিউজকে জানান, কর্ণফুলী থেকে মারামারির ঘটনায় দুপক্ষই হাসপাতালে এসেছিল। এদের মধ্যে ছুরিকাঘাতে মোঃ মুরাদ নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে লাশ মর্গে রয়েছে।