
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারকে বদলী করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে নগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) পরিদর্শক মো. কামরুজ্জামানকে।
প্রিটন সরকারকে ডিবি-পশ্চিম জোনে বদলি করা হয়েছে। যেখানে কর্মরত ছিলেন বায়েজিদের নতুন ওসি কামরুজ্জামান।
বৃহস্পতিবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশে স্বাক্ষর করেন।
সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকারকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে (ডিবি-পশ্চিম) পরিদর্শক মো. কামরুজ্জামানকে। প্রিটন সরকারকে পরিদর্শক (ডিবি-পশ্চিম) বদলি করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এর আগে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথমবারের মত থানার অফিসার ইনচার্জের দায়িত্বের আদেশ পাওয়া কামরুজ্জামান বলেছেন, সিএমপির অভিভাবক তার প্রতি যে আস্থা রেখেছেন তা তিনি সর্বোচ্চ পেশাদারিত্বের মধ্য দিয়ে অক্ষুন্ন রাখবেন৷