ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলীতে সন্ত্রাসী কর্মকান্ডে যুবলীগ নেতা সাইফুল বহিস্কার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সন্ত্রাসী-কার্যকলাপ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের (নির্বাহী কমিটি) উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাগরকে যুবলীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) রাতে কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের এ আদেশ দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক। পাশাপাশি বহিস্কার আদেশের একই অনুলিপি প্রেরণ করা হয়-বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি বরাবর।

এক প্রশ্নের জবাবে উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার বলেন, গত মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার বোর্ড বাজারে যে ঘটনা সংঘঠিত হয়েছে তার ভিডিও ফুটেজ রয়েছে। আবার সাইফুলকে হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে। সব মিলিয়ে সাংগঠনিক কার্যক্রম থেকে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।’

একই প্রশ্ন করা হলে যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক বলেন, ‘আসলে যুবলীগের গঠনতন্ত্র অনুসারে উপজেলা কমিটি কাউকে স্থায়ী বহিস্কার করতে পারেন না। আমরা জেলা কমিটিকে অবগত করতে পারি। জেলা কেন্দ্রকে অপরাধ তুলে ধরে জানাবেন। কেন্দ্রের নির্দেশে নিবার্হী কমিটি সদস্যদের চূড়ান্ত বহিস্কার করা হয়। তবে সাইফুল ইসলাম সাগরের বিগত দিনের কর্মকান্ড ও হত্যা মামলার আসামী হওয়ায় উপজেলার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক বহিস্কার করলাম। অপরাধী বিবেচনায় দোষী হলে সংগঠন থেকে স্থায়ী বহিস্কার করা হবে। কারণ যুবলীগ একটি মানবিক ও সৃজনশীল সংগঠন। এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদকসেবীদের স্থান নেই।’

মূলত, গত মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার বোর্ড বাজারে ছুরিকাঘাতে আলী হোসেন মুরাদ (২৪) নামে এক যুবক খুন হন। ওই ঘটনায় গতরাতে যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাগরকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন নিহত যুবকের মা রাবেয়া বশরী।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print