
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওয়াসি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১মে) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরটিলা আশার বাপের গলির এ ঘটনা ঘটেছে।
নিহত ওয়াসি স্থানীয় ইমাম আলী সারাংয়ের বাড়ির নুরুল হুদার ছেলে।
স্থানীয়রা জানায়, কিশোর ওয়াসি নিজ ঘরের দেয়ালে সুইসবোর্ডে অসাবধানতাবসত হাত দিলে বিদ্যুস্পৃষ্ট হয়। পরে তাকে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বৈদ্যুতিক শকে গুরুতর অসুস্থ হওয়া একি কিশোরকে হাসপাতালে আনার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।