
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চলমান লকডাউনের কারণে বন্ধ থাকার সুযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় দখল ও চেয়ার টেবিল চুরির ঘটনা ঘটেছে। গত একমাসেও চুরি যাওয়া মালামাল উদ্ধার ও কেউ আটক না হওয়ায় মানববন্ধন করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল ১১টায় দত্তবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর সংলগ্ন কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুল গেইট উম্মুক্ত চাই, লেখা পড়া করতে চাই, বিদ্যালয়ের টেবিল চেয়ার ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, ক্লাস রুমের তালা খুলে দাও’ খুলে দাও, শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও ক্লাস রুমে বসতে দাও ইত্যাদি শ্লোগান লেখা প্লেকার্ড হাতে শিক্ষার্থীরা মানববন্ধন করে।
জানা যায, গত ২৯ এপ্রিল গভীর রাতে এক দল দুস্কৃতিকারি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত দত্তবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ৫টি টেবিল, ৫টি চেয়ার ও ১০০ জোড়া বেঞ্চসহ ১টিউবওয়েল তুলে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া বিদ্যালয়ের ২টি টিনের কক্ষের নাট বল্টু খুলে টিন সরিয়ে ৩লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এই ঘটনায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি রানী ধরের পক্ষে সহকারি শিক্ষক মোঃ শরিফুল ইসলাম বাদি হয়ে চঞ্চল কুমার দত্ত ও বিষু কুমার দত্তকে বিবাদি করে ০২/০৫/২০২১ তারিখে একটি অভিযোগ দাখিল করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে ১০/০৫/২০২১ তারিখে সীতাকুণ্ড থানায় একটি মামলা রুজু হয়। উক্ত ঘটনার দীর্ঘ ১মাস ও মামলা হওয়ার ১৮দিন অতিবাহিত হলেও কোন প্রতিকার না পেয়ে শত শত ছাত্র/ছাত্রী মানববন্ধনে মিলিত হয়। স্কুলের মানববন্ধনে আসা নয়ন চৌধুরী বলেন, চোখের সামনে একটি সরকারী স্কুল দখল হয়ে যাওয়া দুঃখ জনক। আমরা সকলেই এর প্রতিবাদে মানববন্ধনে সামিল হয়েছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলার হারাধন চৌধুরী বাবু, স্কুলের প্রধান শিক্ষক তিপ্তি রানীদাসসহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।