
ভাসানচর থেকে পালিয়ে টেকনাফ যাওয়ার সময় চট্টগ্রামের সন্দ্বীপে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৮ জন নারী, ২ জন পুরুষ, ৪ জন শিশু।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে পালিয়ে কুতুফালং রোহিঙ্গ ক্যাম্পে যাচ্ছিল। স্থানীয়দের খবরে তাদের আটক করে থানায় আনা হয়। এই ঘটনায় সন্দ্বীপ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।