
নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকার একটি গুদাম থেকে লুট হওয়া আবুল খায়ের গ্রুপের ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার করেছে পুলিশ। হয়েছে।
এসময় গ্রেফতার করা হয়েছে ডাকাতির মূল হোতা দুর্ধর্ষ ডাকাত নুরুন নবী ও তার বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেসহ ৩ জনকে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন- আবুল খায়ের গ্রুপের লুট হওয়া ৩৩ লাখ টাকার পণ্য উদ্ধার ও ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা শুধুমাত্র চট্টগ্রাম থেকেই কোটি টাকার উপরে সিগারেট লুট করেছে। ডাকাতিতে বাঁধা দেওয়ায় তাদের হাতে প্রাণ হারিয়েছে ২ জন। গত চার মাসেই কোটি টাকার উপরে মালামাল লুট করেছে চক্রটি। গত পাঁচ বছরে প্রায় ৫০ টি ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের মালামাল লুট করেছে কারা। তাদের কাজে বাঁধা দেওয়ায় পতেঙ্গায় একজনকে হত্যা করে। এছাড়া কোথাও বাধাপ্রাপ্ত হলে গুলিও করে তারা। এই চক্রের সাথে যুক্ত চোরাই কারবারি পিতা-পুত্রকেও গ্রেফতার করা হয়েছে। পুত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী।
উল্লেখ্য গত ২৭ গত বৃহস্পতিবার ভোরে পোস্তারপাড় এলাকায় আবুল খায়ের গ্রুপের পরিবেশক খাজা ট্রেডার্স এর গুদাম থেকে ১০ থেকে ১২ জন ডাকাত দল অস্ত্রসহ এসে গুদামের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে গেছে।