
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে দুলাল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার (৩১ মে) ভোরে আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, চট্টগ্রাম শহরমুখি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।