
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে নিজ দোকানে ঘুমন্ত অবস্থায় মো. আজম (২৬) নামে এক ব্যবসায়ীকে গলাকাটে হত্যা করেছে দুর্বত্তরা।নিহত মো. আজম একই এলাকার বীর মুক্তিযোদ্ধা সামশুল আলমের ছেলে।
বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে মন্দাকিনী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাটহাজারী থানার এসআই আলমগীর ভুঁইয়া বলেন, নিহত আজম রাতে নিজ দোকানে ঘুমিয়ছিলেন। আজ সকালে স্থানীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দোকানের টিনের চাল খুলে গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে আমরা মরদেহ উদ্ধার করি।