
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে ২টি ওয়ান শ্যুটারগান এবং ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিক্তিতে আজ শনিবার দুপুর ১২টার দিকে র্যাব এ অভিযান চালায় বলে জানান র্যাব-৭ এর অধিনায়ক উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ নাসির উল হাসান খান।
আটক হাবিবুল্লাহ প্রকাশ হাবিব (৩৩) ফিরোজপুর জেলার মঠবাড়িয়ার সাফা বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত হাবিব জিজ্ঞাসাবদে র্যাবকে জানায় সে দীর্ঘ দিন যাবত চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।