ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে জেল ফেরত প্রতারক সাইফুল এবার কুপিয়েছে আওয়ামী লীগ নেতাকে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবিতে আহত আওয়ামী লীগ নেতা নুর উল্লার রক্তাক্ত দেহ। ইনসেটে প্রতারক সাইফুল।

অস্ত্রসহ গ্রেফতার হয়ে জেলকাটা প্রতারক সাইফুল এবার কারাগার থেকে বেরিয়ে প্রবাস ফেরত এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুত্বর আহত মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর উল্ল্যাহ (৪৬) এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ঘটনার দুইদিন অতিবাহিত হলেও প্রতারক সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগিদের পুলিশ গ্রেফতার করতে না পারায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতাকমীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সন্ত্রাসী হামলায় মৃত্যুর মুখোমুখি নুর উল্ল্যাহ।

ব্যবসায়িক লেনদেনের কারণে এক কোটি টাকা পাওনা চাওয়ায় গত সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় বাড়ি নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফেরার পথে মীরসরাই উপজেলার সাত্তার ভূঁইয়া হাট এলাকায় সাইফুলের নেতুত্বে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা নুর উল্ল্যাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।তার শারিরীক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডেকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানাগেছে, সন্ত্রাসীরানুর উল্ল্যাহকে চাইনিজ কুড়াল, হকিস্টিক ও রাম দা দিয়ে এমন ভাবে কুপিয়েছে তার শরীরে হাত দেয়ার মত জায়গা নেই। এ পর্যন্ত পুরো শরীরে শতাধিক সেলাই দিতে হয়েছে। প্রচুর রক্তক্ষয় হয়ে তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ ব্যাপারে আহত নুর উল্ল্যাহ বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-১৪, তাং ২৫.০৮.২০২১ ইং।

প্রতারক সাইফুল আলম সাইফ।

আসামীরা হলেন-সাইফুল ইসলাম (৪০) পিতা হাজি কালাম ড্রাইভার, দুর্গাপুর জোরালগঞ্জ মীরসারাই। রেজাউল (৩০) পিতা আবু ছালেক, ঠিকানা-ঐ, সৈয়দ এনায়েতুর রহমান রাব্বী (৩২) পিতা আব্দুর রহমান সাং পাথরঘাটা, কোতোয়ালী, চট্টগ্রাম। আলাউদ্দিন হায়দার রাজু (৪০) পিতা- আবুল বশর প্রকাশ ফুড বশর, সাং পূর্ব কাটাছরা জোরারগঞ্জ। শাহ আলম, পিতা মৃত শামসুদ্দিন পূর্ব কাটাছরা,জোরারগঞ্জ, মীরসরাই।

আহত নুর উল্ল্যাহর ছেলে নাঈমুল ইসলাম শুভ জানান, আমার বাবা দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে ফেরার পর প্রতারক সাইফুল পূর্ব পরিচয়ের সূত্রে ব্যবসায়িক লোভ দেখিয়ে আমার বাবার অর্জিত অর্থ (এক কোটি টাকারও বেশি) হাতিয়ে নেয়। এ টাকা ফেরত চাওয়ায় তার সাথে বাবার বিরোধ সৃষ্টি হয়। টাকা দাবী করায় সাইফুল আমার বাবাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সোমবার রাতে বাবা দোকান থেকে ফেরার সময় ৩টি মোটর সাইকেল নিয়ে সাইফুল তার সন্ত্রাসী দলবল নিয়ে বাবাকে হত্যা করতে হামলা চালায়। আমার বাবা এখন মৃত্যু শয্যায়। আমি সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানাই।

আরও খবর: ৭০ কোটি টাকা পাওনা চাওয়ায় অপহরণ নাটক!

নুর উল্ল্যাহ

এদিকে এলাকাবসীরা জানায় সাইফুল একজন প্রফেশনাল প্রতারক। সিএন্ডএফ ব্যবসার নামে বিভিন্ন মানুষ থেকে সে শতকোটি টাকা হাতিয়ে নিয়েছে। এসব মামলায় সে ইতোমধ্যে জেল খেটেছে। চট্টগ্রাম বন্দরেও কন্টেইনার থেকে বিভিন্ন আমদানীকারকের মূলবান মালামাল লোপাটের অভিযোগ রয়েছে।

আরও খবর: চট্টগ্রাম বন্দরের কন্টেইনার পাচার চক্রের হোতা সেই সাইফুল অস্ত্রসহ গ্রেফতার

এ ব্যাপারে জানতে চাইলে হামলা বিষয়টি অস্বিকার করে সাইফুল ইসলাম বলেন, নুর উল্ল্যাহর সাথে আমার ব্যবসায়িক বিরোধ ছিলো এটা সত্য তবে তার উপর হামলার ঘটনায় আমার কোন সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নাম জড়ানো হচ্ছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, নুর উল্ল্যাহকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যার চেষ্টা মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print