
চট্টগ্রামে বৃষ্টি পানিতে টইটুম্বুর হয়ে যাওয়া নালায় পড়ে নিখোঁজ হয়েছেন এক পথচারী। আজ বুধবার দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে পানিতে ভেসে যাওয়া ওই ব্যাক্তির নাম মো. সালামত (৩৮)। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস তার সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাতে টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীতে জলজট সৃষ্টি হয়। এতে করে চরম দুভোর্গে পড়ে নগরবাসী। বেলা সাড়ে ১১টার দিকে পথচারী মো. সালামত নগরীর মুরাদপুর এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশে নালায় পড়ে মূহুর্তে পানির তোড়ে তলিয়ে যায়।
আরও খবর: রাতের বৃষ্টিতে ডুবে গেছে নিম্নাঞ্চল, দুর্ভোগে নগরবাসী
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে তল্লাশী করেও সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ পায়নি।
ভিডিও-
নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান মিলেনি। পরে আমরা ফিরে গেলে বেলা আড়াইটার দিকে ৯৯৯ এ ফোন করে আবারও খবর দেয় স্থানীয়রা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের কাজ করছে।