ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিদ্যুৎ সপ্তাহে চট্টগ্রামে র‌্যালী ও মেলা উদ্বোধন করলনে মহিউদ্দিন চৌধুরী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

img_0598-600-x-400
.

সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আয়োজনে আজ ৭ ডিসেম্বর “অদম্য বাংলাদেশ”-এই শ্লোগান নিয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৬ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

নগরীর আগ্রাবাস্থ বিদ্যুৎ ভবন প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। র‌্যালিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবন থেকে শুরু হয়ে বাদামতলী মোড় হয়ে পুনরায় বিদ্যুৎ ভবনে এসে শেষ হয়।

র‌্যালিতে বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পিজিসিবি লিঃ চট্টগ্রামের সকল উদ্ধর্তন কর্মকর্তা, কর্মচারী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) সকল স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বিদ্যুৎ ভবনের কনফারেন্স কক্ষ “বিজয় হল” এ জাতীয় বিদ্যৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষ্যে বিউবো বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আলোচনা সভা পরিচালনা করেন বিউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন। পরে বিদ্যুৎ ভবন প্রাঙ্গনে বিদ্যুৎ মেলার পরিদর্শন করেন মহিউদ্দিন চৌধুরী।

unnamed-4
.

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে সেবা খাতগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগই সবথেকে সফল। তিনি বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টার কারণে বিদ্যুৎ সেক্টর আজ একটি ভালো অবস্থায় এসে দাড়িয়েছে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে সবাইকে জাতীয় স্বার্থে বিদ্যুতের অপচয় রোধ করতে এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানান।

তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীতে রূপান্তর না করে আগামী পাঁচ বছর বিদ্যুতের উৎপাদন ও সরবরাহের উন্নতি ঘটানো যায় কিনা তা যাচাই করে দেখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপনের মাধ্যমে বিদ্যুৎ কর্মীরা তাদের সেবার মান আরো উন্নত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মোঃ আবদুল মোত্তালিবসহ বিউবো’র উধ্বর্তন কর্মকর্তারা এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) চট্টগ্রাম মহানগর শাখা এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print