t চকবাজার ওয়ার্ড ভোট গ্রহণ চলছে, ভোটারদের উপস্থিতি কম – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকবাজার ওয়ার্ড ভোট গ্রহণ চলছে, ভোটারদের উপস্থিতি কম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অনেকটা ভোটারবিহীন অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সির পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল চারটায়। তবে এ নির্বাচন নিয়ে তেমন কোন আগ্রহ দেখা যায়নি ভোটারদের মাঝে। ফলে আজ ভোটের দিন অনেকে ভোট দিতে কেন্দ্রে যায়নি। সকাল থেকে অনেক কেন্দ্রে ফাঁকা ছিল। দুপুরের পর কিছু কিছু নারী পুরুষ ভোট দিতে যায়। তবে কেন্দ্রগুলোতে কোন ভীড় নেই।

নির্বাচনে ইভিএমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এই উপনির্বাচনে কাউন্সিলরের একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে ২০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আরেকজন বিএনপির প্রার্থী হিসেবে পরিচিত।

,

চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ৫ জন নির্বাহী ম্যাজিট্রেট দায়িত্ব পালন করছেন। ১৫টি কেন্দ্রের প্রতিটিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

চট্টগ্রামের সরকারি মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি একবারেই কম। তিনটি কেন্দ্রে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। কিছুক্ষণ পরপর একজন দুইজন করে ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন।

কাজেম আলী স্কুলের প্রিসাইডিং অফিসার মাসাদুর রহমান বলেন, সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ৩১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪২৭টি।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাক বেলা পৌনে এগারটার দিকে বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, ভোটররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য প্রতি কেন্দ্রে ছয় থেকে ১০ জন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১৪ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ, গত ১৮ মার্চ চকবাজার ওয়ার্ডের সাতবারের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি একজন , আওয়ামী লীগের ১৮ জন এবং বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীরা হলেন- যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু (মিষ্টি কুমড়া), মো. সামশেদ নেওয়াজ রনী (ঘুড়ি প্রতীক), মো. নাজিম উদ্দীন (কাঁচি), বিএনপির একক প্রার্থী এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু (হেডফোন), মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ খান (পান পাতা), কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল), মো. আলী আকবর হোসেন চৌধুরী (কাঁটা চামচ), মো. সেলিম রহমান (ঠেলাগাড়ি), কায়ছার আহমেদ (প্রদীপ), মো. আবুল কালাম চৌধুরী (সূর্যমুখী ফুল), শওকত ওসমান (এয়ারকন্ডিশনার), মো. নোমান চৌধুরী (ট্রাক্টর), মো. শাহেদুল আজম শাকিল (ক্যাপ), মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও), মো. আজিজুর রহমান (হেলমেট), মো. আব্দুর রউফ (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. নুরুল হুদা (ঝুড়ি), কাজী মুহাম্মদ ইমরান (লাটিম), মো. রুবেল ছিদ্দিকী (করাত), মো. আলাউদ্দিন (টিফিন ক্যারিয়ার), মোহাম্মদ জাবেদ (স্ট্রবেরি)।

এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোটকেন্দ্রে ৮৬টি ভোটকক্ষ। ভোটগ্রহণের জন্য ১৫ জন প্রিসাইডিং অফিসার, ৮৬জন সহকারী প্রিসাইডিং ও ১৭২জন পোলিং কর্মকর্তাসহ ২৭৩ জন কর্মকর্তা রয়েছেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print