ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্কটল্যান্ডকে ১৩০ রানের ব্যবধানে হারাল আফগানিস্তান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে হারিয়ে চমকে দিয়েছিল ক্রিকেট স্কটল্যান্ড। বাছাইপর্বের বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে পা রাখে তারা। কিন্তু সুপার টুয়েলভে প্রথম ম্যাচেই আফগানদের বিপক্ষে বড় পরাজয় দেখতে হয়েছে স্কটিশদের। শারজাহার ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে তারা। ফলে ১৩০ রানের ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে স্কটিশদের।

এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। উদ্বোধনি জুটিতে ৫৪ রান যোগ করেন জযরতউল্লাহ যাযাই ও মোহাম্মদ শাহজাদ। ইনিংসের ষষ্ঠ ওভারে শাহজাদ ১৫ বলে ২২ রান করে আউট হলে ভাঙে ওপেনিং পার্টনারশিপ। পরে গুরবাজকে নিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন যাযাই, তবে ৬ রানের জন্য অর্ধশতকের স্বাদ পাননি তিনি। ৩০ বল খেলে সাজঘরে ফেরেন ৪৪ রান করে। যেখানে সমান ৩টি করে চার-ছক্কা মারেন তিনি।

দলীয় ৮২ রানের সময় যাযাই আউট হলে ব্যাট হাতে নামেন নাজিবউল্লাহ জাদরান। স্কটিশ বোলারদের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী তিনি। দুই প্রান্ত থেকে হাত খুলে খেলতে থাকেন গুরবাজ ও নাজিবউল্লাহ। এতে তরতর করে বাড়তে থাকে আফগানিস্তানের দলীয় সংগ্রহ। ইনিংসের ১৯তম ওভারে গুরবাজ ফেরেন ৪৬ রানের ইনিংস খেলে। ৩৭ বলে ১টি চারের সঙ্গে ৪টি ছয়ে সাজান এই ইনিংস। এতে তৃতীয় উইকেটে নাজিবউল্লাহর সঙ্গে ৫০ বলে ৮৭ রানের জুটি ভাঙে। হযরতউল্লাহ-রহমতউল্লাহর আক্ষেপের দিনে ফিফটির দেখা পেয়েছেন নাজিবউল্লাহ। মাত্র ৩০ বলে পঞ্চাশের কোটা পূর্ণ করে ত্নি। পরে নাজিবউল্লাহ ৩৪ বলে ৫৯ রানের সঙ্গে মোহাম্মদ নবীর ৪ বলে অপরাজিত ১১ রানের কল্যাণে নির্ধারিত ২০ অভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৯০ রানের পাহাড়সম পুঁজি পায় আগানিস্তান।

বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে আফগান স্পিনারদের সামনে দাড়াতেই পারেনি কোয়েটজার-বেরিংটনরা। মুজিব ও রশিদের বিধ্বংসী বোলিংয়ে লন্ডভন্ড হয়ে যায় আফগান ব্যাটিং লাইনআপ। মুজিব একাই তুলে নিয়েছেন ৫টি উইকেট। ছেড়ে কথা বলেননি রশিদ খানও। এই স্পিনারও তার ঝুলিতে ভরেছেন ৪ উইকেট। রশিদ-মুজিবের স্পিনে নাজেহাল স্কটল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১১তম ওভারেই মাত্র ৬০ রান বোর্ডে তুলে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print