ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় সীরাত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (২৯ অকোবর) বিকালে  নগর কার্যালায়ে, চট্টগ্রাম মহানগর সভাপতি এম এ আবুল কাশেম এর সভাপতিত্বে সেক্রেটারি মুহাম্মদ আব্দুল করীম (নিশান) এর সঞ্চালনায় সীরাত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ।

এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ বলেন, হুজুরে আকরাম (সা.)কে আল্লাহ-পাক দুনিয়ায় জমিনে প্রেরণ করেছেন বিশ্ববাসীর রহমত হিসাবে। তিনি দুনিয়ায় জমিনে আসার পর থেকে মানুষের মাঝে ছিলেন রহমাতাল্লিল আলামীন হিসাবে। রাসুলে করীম (সা.)র জীবনের,স্বভাবের এক উল্লেখযোগ্য দিক ছিল সত্যবাদিতা। নবুওতের আগ থেকেই তিনি তাঁর সমাজে প্রসিদ্ধ ছিলেন সত্যবাদী ও আমানতদার হিসেবে।এই প্রসিদ্ধি কি একদিনে হয়েছিল? না, একদিনে হয়নি। ভাবমর্যাদা একদিনে গড়ে ওঠে না। তা গড়ে ওঠে ধীরে ধীরে, নানা ঘটনায়, নানা পরিস্থিতিতে। আরবের কুরাইশের মাঝে তাঁর জীবনের দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। তাঁর কথা-কাজ, তাঁর আচার-আচরণ সব তাদের সামনে ছিল। তাঁর শৈশব, কৈশোর, যৌবন তাদের সামনে ছিল। এই দীর্ঘ জীবনে তাঁর কর্ম ও আচরণ থেকে তাঁর সমাজ এই বিশ্বাস গ্রহণ করেছে যে, এই মানুষটি একজন সত্যবাদী, আমানতদার মানুষ। এজন্যই রাসুলে করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সকল ক্ষেত্রে আমাদের আইকন ও আদর্শ।

তিনি আরো বলেন, রাসূল করীম স. ছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র, তিনি ধর্ম বর্ন নির্বিশেষে সকলের সাথে সম্পর্ক রাখতেন, সকলের অধিকারের জন্য সোচ্চার ছিলেন, তাই বর্তমানে আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এগিয়ে আসতে হবে।

এতে সভাপতি এম এ আবুল কাশেম বলেন, জীবনের সকল ক্ষেত্রে রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনী আমাদের চলাফেরার সাথে মেনে চলতে হবে। তিনি কেমন ব্যক্তি ছিলেন?আল্লাহ -পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন,নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী, মহান আখলাকের অধিকারী। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও অনুসারী হিসেবে আমাদের কর্তব্য, জীবনের সকল ক্ষেত্রে সত্যবাদিতাকে অবলম্বন করা। তিনি নিজেও ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আর তাঁর শিক্ষা ও সাহচর্যে গড়ে উঠেছিল সত্যবাদী ও সত্যনিষ্ঠদের এক মহান জামাত-সাহাবায়ে কেরাম।

এতে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইয়াছিন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কায়সার, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ আরমানী, প্রচার সম্পাদক রায়হান উল মোস্তফা তানভীর, ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ শিহাব, সদস্য আব্দুল হালিম,খলিলুর রহমান, ফরহানুল ইসলাম প্রমূখ।  -প্রেসবিজ্ঞপ্তি।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print