
ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে ।
আাজ ৩০ অক্টোবর শনিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
নির্বাচনে দুইটি প্যানেল থেকে ৫২ জন এবং স্বতন্ত্র ৩ জন মিলে মোট ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসপাতালের মহিলা হোস্টেলে স্থাপিত ৩১টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।
ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকে আগ্রাবাদ জাম্বুরী মাট থেকে শিশু হাসপাতাল এলাকাজুড়ে হাজার হাজার ভোটার ও উৎসূখ মানুষের ভীড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
৯ হাজার ৭২৪ জন লাইফ মেম্বার ২০টি ভোট প্রদানের মাধ্যমে পরিচালনা পর্ষদের সভাপতিসহ ২০ জন কর্মকর্তা নির্বাচিত করবেন। অপরদিকে ৩২৩ জন ডোনার মেম্বার পরিচালনা পর্ষদের ২ জন ডোনার সদস্য নির্বাচিত করবেন।
জানা যায়, নির্বাচনে প্রেসিডেন্ট পদে একজন, ভাইস প্রেসিডেন্ট চারজন, জেনারেল সেক্রেটারি একজন, জয়েন্ট সেক্রেটারি ২জন, ট্রেজারার একজন, জয়েন্ট ট্রেজারার, অর্গানাইজিং সেক্রেটারি, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদে একজন করে, সদস্য পদে ১০ জন, ডোনার মেম্বার পদে দুইজনসহ মোট ২৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্রফেসর এম.এ তাহের খান ও রেজাউল করিম আজাদ প্যানেল এবং অন্যটি ডা. আঞ্জুমান আরা ইসলাম ও ডা. আরিফুল আমিন প্যানেল। এর বাইরে সদস্য পদে সাতজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অবশ্য ডোনার ক্যাটাগরি থেকে ইতিমধ্যে ডা. এম এ তাহের খান- রেজাউল করিম আজাদ প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ডোনার) এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অবশ্য ডোনার ক্যাটাগরি থেকে ইতিমধ্যে ডা. এম এ তাহের খান- রেজাউল করিম আজাদ প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ডোনার) এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে বিকেল ৩টা পর্যন্ত এই পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ভোট দিতে আসা অধিকাংশ সদস্যই বলেছেন অনেক বছর স্বাধীনভাবে ভোট দিতে পেরে অনেকটাই উৎসাহ বোধ ও স্বস্তি পাচ্ছেন।