
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী যাত্রী ছিলেন।
আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ইউনিয়নের কাদমরপাড়ার ইউনুস সওদাগর ও ছেলে মো. রুবেল।
জানা গেছে, ইজিবাইকটিকে চাপা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই যাত্রী ইউনুসের মৃত্যু হয়। এবং গুরুতর আহতাবস্থায় তার ছেলে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী মালবাহী দ্রুতগামী একটি ট্রাক পানিরছড়া উচ্চবিদ্যালয়ের সামনে যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইউনুস সওদাগরের মৃত্যু হয়। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তাঁর ছেলে মো. রুবেল।
মনজুরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য বাবা-ছেলের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।