
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবি হাট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুলতান আহম্মদ (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় তার ছেলে ও ভাতিজা ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আজ রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় উপজেলার খাদেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুলতান আহমদ সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সুলতান এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট কারখানার গাড়িচালক ছিলেন। তিনি একই এলাকার মৃত মকবুল আহমেদের পুত্র।
এদিকে এলাকাবাসী এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সুলতান আহমদ ভোর ৫টার দিকে খাদেমপাড়া এলাকায় নিজ বাড়ী থেকে স্থানীয় কোরবান আলী শাহ এবাদতখানার মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তাকে দেখে এক যুবক দৌড় দেয়। এসময় সুলতানও চোর চোর বলে চিৎকার করে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন।চিৎকার শুনে সুলতানের ছেলে ও ভাতিজাও গিয়ে ওই যুবককে ঝাপটে ধরেন। এসময় যুবকটি তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং সুলতানের গলায় ছুরি চালিয়ে দেয়। এসময় তার ছেলে ও ভাতিজাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গ্রামবাসীরা আহত সুলতান ও ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল সাড়ে ৮টার দিকে সুলতান মারা যান। তিনি জানিয়েছেন, সুলতানের ছেলে চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।