
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে ঘাটাইল-সাগরদীঘি রাস্তায় ধলাপাড়া ভূঁইয়া বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার।
নিহতরা হলো, ধলাপাড়া যাইপাটা গ্রামে মো. সমীর উদ্দিনের ছেলে মো. শরীফ হোসেন (১৫), মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. আবু বকর (১৫) ও মো. রমজান আলীর ছেলে মো. সাঈম হেসেন (১৫)। নিহতরা সবাই উপজেলার ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে ২০২১ সালের পরীক্ষার্থীদের দোয়া মাহফিল চলছিল। ওই তিন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত না হয়ে একটি মোটরসাইকেল নিয়ে ধলাপাড়া -সাগরদীঘি রাস্তায় বেড়াতে বের যায়। যাওয়ার সময় ঘাটাইল সাগরদিঘি সড়কের ভূইয়াবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিন আরোহী নিহত হয়।
এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক বলেন, ‘এই ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই এবং পরিবারকে সান্ত্বনা দেই।’