
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে বিয়ের আশ্বাসে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করে প্রতারণার অভিযোগে সেতু বড়ুয়া (৩৫) নামে যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক যুবতী।
অভিযুক্ত সেতু বড়ুয়া বাড়বকুণ্ড বড়ুয়া পাড়ার গ্রামের মৃত অধীর বড়ুয়ার পুত্র।
প্রতারিত যুবতী বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত (৪), চট্টগ্রাম-এ মঙ্গলবার মামলাটি (মামলা নং ৬১৮/২০২১) দায়ের করেন।
আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত সেতু বড়য়া আর ওই যুবতী একই বাড়ির প্রতিবেশী। এক বছর আগে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক সেতু সার্বক্ষনিক কথাবার্তা বলার জন্য একটি মোবাইলও উপহার দেয় তার প্রেমিকাকে। এদিকে কিছুদিন আগে থেকে প্রেমিক সেতু বড়ুয়া প্রেমিকাকে বিয়ে করবে বলে শারীরিক সম্পর্ক করতে প্রস্তাব দেয়। এতে যুবতী রাজী হয়নি।
পরে গত ১৮ নভেম্বর রাতে যুবতীর পরিবার কুমিল্লা গেলে সেই সুযোগে সেতু বড়ুয়া ঘরে ঢুকে জোর পূর্বক যুবতীকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করেন। এ সময় যুবতীর চিৎকার দিলে বাড়ির অন্যান্যরা এগিয়ে এসে সেতু বড়ুয়াকে আটক করে।
এদিকে সমাজের সর্দার মিন্টু বড়ুয়া ও প্রেমিক সেতু বড়ুয়ার মা দিপ্তি বড়ুয়া সামাজিক ও পারিবারিকভাবে দুজনের বিয়ে মাধ্যমে যুবতীকে পুত্রবধুর মর্যাদা দিয়ে ঘরে তোলার অঙ্গীকার করলে আটক সেতু বড়ুয়ার বিরুদ্ধে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়া হয়।
এর মধ্যে কয়েকদিন আগে পর বিবাহের প্রস্তাব নিয়ে সেতুর পরিবারের কাছে গেলে তারা বিয়ে প্রস্তাবে রাজি না হয়ে টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করার প্রস্তাব দেয়। এতে ভুক্তভুগী পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদলতে যাওয়ার পরামর্শ দেন। এরপর ঔই যুবতী বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত (৪), চট্টগ্রাম-এ মামলাটি দায়ের করেন বলে জানান, মামলার আইনজীবি মো. আবুল মাজন (মাসুম)।
এদিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী বলেন, ঘটনার ১০ থেকে ১২ দিন পর বিষয়টি আমি শুনেছি। তবে নারী সংক্রান্ত ঘটনা হওয়ার কারনে আমি তাদেরকে আইনের আশ্রয় নিতে বলেছি।