
চট্টগ্রাম শহরের খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিংয়ে ত্রিমুখি সংঘর্ষে এক পুলিশসহ ৩ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাস চালককে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর বাস চালক মো.শহিদুল আলমকে (৪৮) আটক করার বিষয়টি জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার।
তিনি বলেন, বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত এক পুলিশ সদস্যসহ তিনজন নিহতের ঘটনায় চালক মো. শহিদুল আলমকে গতকাল বুধবার রাতে মীরসরাই উপজেলার সাহেরখালী বেড়িবাঁধ এলাকা থেকে আটক করে র্যাব-৭ সদস্যরা। শহীদুলের গ্রামে বাড়িও মীরসরাই এলাকার সাহেরখালীতে। দুর্ঘটনার পরপরই তিনি সেখানে পালিয়ে আত্মগোপন করেন।
এর আগে গত রবিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাহাড়তলী এলাকা থেকে ঝাউতলার গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে আটক করা হয়।
উল্লেখ্য, শনিবার (৪ ডিসেম্বর) নগরের ঝাউতলা এলাকায় রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সাথে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত ও ৬ জন আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও ৫ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। একইদিন রাতে রেলওয়ে পুলিশ বাদী হয়ে বাসচালকের নাম উল্লেখ করে মামলা করেন।