
কানাডা, দুবাই, ঢুকতে না পেরে অবশেষে দেশে ফিরে এসেছে বহুল আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। তিনি বিমানবন্দরে অবস্থান করছেন।
আজ রবিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি বিমানবন্দরে অবতরণ করেন বলে সংশিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ব্যর্থ হয়ে তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
প্রসঙ্গত, অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের জেরে গত ৭ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান ডা. মুরাদ হাসান। এরপর গত ১০ ডিসেম্বর এমিরেটসের একটি ফ্লাইটে তিনি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কিন্তু কানাডার বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে সে দেশে ঢুকতে দেয়নি।
এদিকে দেশে ফেরার দিন আজ ঢাকা, চট্টগ্রাম রাজশাহী সিলেটসহ বিভিন্ন জেলায় এ মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির আইনজীবিরা।