
ঋণের ভারে জর্জরিত হয়ে চট্টগ্রামে এক গার্মেন্টস মালিক আত্মহত্যা করেছেন। নগরীর পাহাড়তলী থানা এলাকায় জেএনকে ফ্যাশন নামে নিজের প্রতিষ্ঠান থেকে নাছির উদ্দিন (৪৩) নামে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে দেনার দায়ে হতাশা থেকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে পাহাড়তলীর সাগরিকা স্কয়ার কমিউনিটি সেন্টারের পাশের চৌধুরী ম্যানসনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ প্রতিষ্ঠানে এক গার্মেন্টস মালিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে মর্গে রয়েছেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আশেপাশে থাকা লোকজনকে জিজ্ঞেস করে প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি প্রচুর পরিমাণে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন। সে টাকা পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তবুও আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলব।’