
হোপ ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্দ্যোগে নারীদের অনলাইনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে প্রজেক্ট “ডিজিটাল সেইফটি”।
বর্তমানে ডিজিটাল নিরাপত্তার অভাবে অনেকে হয়রানির স্বীকার সকলে যার মধ্যে নারীদের সংখ্যা বেশি। ডিজিটাল মাধ্যমে গুজব, নিরাপত্তা, সাইবার বুলিং ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন ও সচেতনতার জন্য এ কর্মশালার আযয়োজন করা হয়।
গত রবিবার ১২ ডিসেম্বর নগরীর ডিসি হিল থেকে যাত্রা শুরু করে চেরাগি পাহাড়, জামাল খান, কাজীর দেউড়ি হয়ে রোটেরী সেন্টার এ শতাধিক সাইক্লিস্ট নিয়ে সাইকেল র্যালি সম্পন্ন হয়।
সাইকেল র্যালি শেষে শুরু হয় কর্মশালা যার মূল প্রতিপাদ্য ছিল “নিরাপদ ডিজিটাল পরিবেশ রাখি সুরক্ষিত রাখি বাংলার নারী”।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশনের হেড অব আইটি ইঞ্জিনিয়ার শুভ্র দেব কর ও এডভোকেট আসাদুজ্জামান খান। প্রোগ্রাম এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন।
আয়োজক সংগঠন হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান সাঈদ রবিন বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমরা প্রতিনিয়ত নির্ভর হয়ে পড়ছি অনলাইন এর উপর। অনলাইন এর মাধ্যমে সব বয়সী মানুষ ই স্বীকার হচ্ছে সাইভার হ্যারাসমেন্ট এর। যার প্ররিণতি কখনো কখনো ব্যাপক মানসিক বিপর্যয় এর ও সৃষ্টি করে। এই র্যালি কর্মশালার মাধ্যমে আমরা চেষ্টা করেছি ডিজিটাল সেইফটি নিয়ে সচেনতন সৃষ্টি করতে। -প্রেস বিজ্ঞপ্তি