t আনোয়ারা রায়পুরে ৪ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, দুই চেয়ারম্যান প্রার্থীর শঙ্কা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারা রায়পুরে ৪ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, দুই চেয়ারম্যান প্রার্থীর শঙ্কা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি কেন্দ্র ঝুঁকি ঘোষণার দাবি জানিয়েছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আমিন শরীফ ও চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন।

গতকাল ১ জানুয়ারি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাছে তাঁরা লিখিতভাবে এ দাবি জানান।

লিখিতপত্রে তারা জানিয়েছেন, আসন ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অপর একজন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জানে আলম অবৈধভাবে ২,৩,৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে। জানে আলমের সমর্থকরা ভোরদের ওই কেন্দ্রে না যেতে বলছেন। এছাড়া জোরপূর্বক কেন্দ্র ৪টি দখল করবেন বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী জানে আলমের হুমকিতে এলাকার সাধারণ ভোটাররা শঙ্কিত ও ভীতির মধ্যে রয়েছেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। ইউএনও’র কাছে পত্রে প্রার্থী আমিন শরীফ ও ফরিদ উদ্দিন নির্বাচনের আগে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও প্রতিকেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্যাট নিয়োজিত রাখার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমারা ঝুঁকিপূর্ণ তালিকার সাথে উল্লেখিত ৪টি কেন্দ্র অন্তর্ভূক্ত করে নিয়ে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা নেবো।

উল্লেখ্য আগামী ৫ জানুয়ারী আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আপিল হয়েছে ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হয় ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল ১৫ ডিসম্বর। ১৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print