
চট্টগ্রাম বন্দরের ভীতরেরে পণ্য পরিবহনের কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল রাজ্জাক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে বন্দরের সি সি টি ২ নম্বর গেইটের মাল ডেলিভারি পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক কুষ্টিয়ার কুমারখালি থানার উত্তর চাঁদপুর গ্রামের মৃত আব্দুল বারির ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, বন্দরে মাল সরবরাহ করার সময় দুর্ঘটনাবশত একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।