
নগরীর আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় ফার্নিচারের কারখানায় আগুন লেগে ২ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
আজ সোমবার (১০ জানুয়ারি)) বিকাল পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নগরী ও সীতাকুণ্ডের বিভিন্ন স্টেশনের তিনটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দুজর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানর ওসি মোহাম্মদ জহির হোসেন দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পাহাড়তলী থানায় পড়েছে। তবে আমরাও সেখানে উপস্থিত হয়েছি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস জানান, কর্নেলহাট এলাকায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৫টি, কুমিরা ফায়ার স্টেশনের ২টি ও বন্দর ফায়ার স্টেশনের ২টি গাড়িসহ তিনটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ, নগরীর কর্ণেল হাট এলাকা থেকে সিটি গেইট এলাকা পর্যন্ত পুরাতন জাহাজের পরিত্যক্ত কাঠ দিয়ে তৈরী বিভিন্ন ফার্নিচারের অর্ধতাধিক শো রুম ও কারখানা রয়েছে। এর আগেও এসব ফার্নচার শো রুমে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে।