
ঈদের দিন বেড়াতে বেরিয়ে লক্ষীপুর জেলার রামগতি থানা এলাকা হতে হারিয়ে যাওয়া ৩ শিশুকে চট্টগ্রামের একে খান এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। পরে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া ৩ শিশু হল, সুমাইয়া আক্তার (১১), রিয়া আক্তার (১০), তাসলিমা আক্তার (৭) তারা সবাই লক্ষীপুরের বাসিন্দা।
সিএমপির আকবরশাহ থানার ওসি (তদন্ত) শাকের আহমেদ পাঠক ডট নিউজকে বলেন, ৩ শিশু একে খান এলাকায় বাস থেকে নেমে কান্নাকাটি করার সময় আকবরশাহ থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের হেফাজতে নেয় এবং শিশুদের অভিভাবকদের ঠিকানা নিয়ে তাদের সাখে যোগাযোগ করে। তারা জানায়, শিশু৩ জন ঈদের দিন তাদের ফুফুর বাড়ীতে বেড়াতে গিয়ে ফেরার সময় ভুলে চট্টগ্রামগামী বাসে উঠে যায়। পরে তাদের বাস থেকে একেখানে নামিয়ে দেয়। তিন শিশুকে পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।