
চট্টগ্রাম মহানগরীতে ঘরের ছাদের একাংশ ভেঙে পড়ে রুদ্র দাশ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী ছোট কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া স্থানীয় সৈকত পাল নামেএক ব্যাক্তি জানান, সেমিপাকা ঘরের সাইড ওয়াল পিলারসহ ছাদের একাংশ ছাদ ভেঙে শিশুটি গুরুতর আহত হয়। সে ঈশান মহাজন সড়কের শ্যামল বাবু কলোনির সুকুমার দাশের পুত্র। তাদের বাড়ি রাউজানের ৭ নম্বর ওয়ার্ডের ছত্তরপাড়ায়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, রাত ২টার দিকে গুরুতর আহত শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।