
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের কর্মসূচিগুলোতে জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ-এটিও একটি আন্দোলনের অংশ। এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, এই আন্দোলন দেশের মুক্তির আন্দোলন, গণতন্ত্রের মুক্তির আন্দোলন, মানুষের মুক্তির আন্দোলন। এটি দেশের মানুষের সাংবিধানিক, মৌলিক অধিকার, ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন। জনগণ রাস্তায় নেমেছে। শেষ পর্যন্ত থেকে দেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। আমরা চাই একটি নির্বাচিত সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের অধিকার ফিরিয়ে দিবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ বুধবার (৪ মে) দিনভর নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে বিভিন্ন শ্রেণির পেশাজীবী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপির এই প্রবীণ নেতা বলেন, দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সামনের দিকে যাওয়া ছাড়া উপায় নাই। সুতরাং আন্দোলন ছাড়া উপায় নাই।
সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত করতে হবে। বাংলাদেশ এক সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। এ সংকট থেকে উত্তরণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন’।
ঈদের দ্বিতীয় দিনে বৈরি আবহাওয়া উপেক্ষা করে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনসহ সামনের রাস্তা লোকে লোকারণ্য হয়ে উঠে। এ সময় আমীর খসরু আগত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরটা, মেজবানী মাংস ও জরদা দিয়ে আপ্যায়ন করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ বিএনপির মহানগর ও কেন্দ্রীয় নেতা, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, দলীয় নেতাকর্মীরা। মহানগর, উত্তর, দক্ষিণ জেলা, পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগীয় নেতাকর্মীরা।
এর আগে ঈদের দিন সকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ বাড়ি উত্তর কাট্টলীস্থ নাজির বাড়ি মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং সেখানে এলাকাবাসী ও স্থানীয় লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।