ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

.

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের হার বেড়ে অর্থনৈতিক খারাপ অবস্থায় মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

তিনি বলেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যেভাবে দেশে অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সাধারণ মানুষ কর্মচ্যুত হচ্ছেন, সেখানে আনন্দের সঙ্গে ঈদুল ফিতর পালন করা সম্ভব হচ্ছে না। মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই।

ঈদের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

.

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আবুল হাশেম বক্কর এর পক্ষ থেকে নগরীর লাভ লেইনস্থ মেট্রোপোল কমিউনিটি সেন্টারে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুরুতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।

এতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন সহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সাংবাদিক, ডাক্তার পেশাজীবীসহ বিপুল সংখ্যক মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবুল হাশেম বক্কর তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় আগত নেতা কর্মীদেরকে গরুর গোস্ত, পরটা, জর্দা ভাত সহ বিভিন্ন আইটেমের খাবার দিয়ে আপ্যায়ন করান।

আবুল হাশেম বক্কর বলেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে আমরা চট্টগ্রামে নেতাকর্মীদের সাথে ঈদ উদযাপনের জন্য শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে থাকি। বিগত দুই বছর করোনা মহামারীর কারণে এটা করা সম্ভব হয়নি। এবার আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে এসেছি, কারণ আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের প্রায় ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করা হয়েছে, ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এরকম একটা চরম ফ্যাসিবাদী শাসনে আজকে গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print