
চট্টগ্রাম কক্সবাজার সড়কের পটিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রনধীর বড়ুয়া (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া সিএনজিচালকসহ আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুর পৌনে ১২টার দিকে কমলমুন্সির হাটের জলোর দিঘীরপাড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনধীর বড়ুয়া চন্দনাইশ উপজেলার মধ্যম জোয়ারা বড়ুয়া পাড়ার বাসিন্দা।
পটিয়া হাইওয়ে থানার ওসি মোজাফফর আহমদ বলেন,পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিঅটোরিকশাতে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে।