
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় গলায় ফাঁস দিয়ে নুরুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
আজ শনিবার (৭ এপ্রিল) সকালে পশ্চিম নিমতলা দ্বিতীয় তলা মসজিদ আব্দুল লতিফ সড়কের মালেক সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত কারণে ষাটোর্ধ্ব এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দুপুর একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’