
নগরীর ডবলমুরিং থানাধীন বার কোয়াটার লেক ভিউ আবাসিক এলাকায় চার তলা একটি ভবন থেকে পড়ে কামাল নামে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ডবলমুরিং থানার উপপরিদর্শক মো. মহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে
পাঠিয়েছে। নিহত কামাল উদ্দীন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগনাথ ইউনিয়নের কাপচতলি গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘ দেড় বছর ধরে পক্ষাঘাতগ্রস্থ ছিলেন কামাল। পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে বাসায় চিকিৎসা দিচ্ছিলেন। এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা।
ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, সকাল ১১টার সময় ৪ তলা ভবন থেকে পড়ে যায় কামাল। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন কিভাবে ঘটনাটি ঘটেছে কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।