চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ ঈদগাঁ এলাকায় ট্রাকচাপায় আবু বক্কর সিদ্দিক নামের এক বন্দর কর্মকর্তা নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ মে) বেলা ১২ টার দিকে নগরের বিভাগীয় পাসপোর্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ পরিদর্শক মাহবুব রাব্বানী অপু বলেন,মোটরসাইকেল চালিয়ে ঈদগাঁ থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন আবু বক্কর সিদ্দিক। এসময় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরতর আহত হয় আবু বক্কর।তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে তার মৃত্যু হয়।