
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকায় ট্রাকচাপায় আবু বক্কর সিদ্দিক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম বন্দর কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (১০ মে) বেলা ১২ টার দিকে মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিস সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক বাড়ি কুড়িগ্রামের আলীপুরে বলে পুলিশ জানায়।
ডবলমুরিং থানার উপ পরিদর্শক মাহবুব রাব্বানী অপু বলেন,দুপুরের দিকে মোটরসাইকেল চালিয়ে ঈদগাঁ থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় হেলমেট পরা থাকলেও ডান পাশ থেকে একটি ট্রাক তাকে চাপ দেয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যাক্তি চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা বলে শুনেছি।