
চট্টগ্রাম মহানগরীর হালিশহর আনন্দবাজার সাগর পাড় থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম মো. ইউসুফ (১২)।
আজ বুধবার (১১ মে) সকাল ১১ টার দিকে বন্দর থানার আনন্দ বাজার ডোমপাড়া এলাকার সাগরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. ইউসুফ, পতেঙ্গা থানার হোসেন আহম্মেদ পাড়ার মো. ইসমাইলের ছেলে বলে জানায় পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, আনন্দবাজার জেলে সাগরপাড়ে কিশোরের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরের মরদেহ উদ্ধার করেছে। পরে পরিচয় শনাক্ত হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা অনুসন্ধ্যান চলছে।