ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বেগম খালেদা জিয়া উন্নয়নের রোল মডেল: ডা. শাহাদাত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 

.

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া উন্নয়নের রোল মডেল। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে যমুনা সেতু, কর্ণফুলী তৃতীয় সেতু, মেঘনা ও গোমতী নদীর ওপর সেতু নির্মিত হয়েছিল। যমুনা সেতু নির্মাণের সময় আওয়ামী লীগ হরতাল ডেকেছিল। কর্ণফুলী নদীর উপর তৃতীয়

সেতু নির্মাণে চট্টগ্রামের আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মহিউদ্দিন চৌধুরী বিরোধিতা করেছিল। তারপরেও বিএনপি কারো বিরুদ্ধে কোনো কটূক্তি করে নাই। বিএনপি রাজনৈতিক সহমর্মিতা, সহনশীলতা পরিচয় দেয়। এই কারণে জনগণ বিএনপিকে ভালোবাসে। বিএনপি জনগণের দল। জনগণকে সাথে নিয়ে বিএনপি উন্নয়ন করে।

তিনি আজ শুক্রবার (২০ মে) বিকালে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড়ের ৭ নং ইউনিট বিএনপির সদস্য ফরম বিতরণ আনুষ্ঠান পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের জীবন নিদারুণ কষ্টের মধ্যে অতিবাহিত করছে। সয়াবিন তেলের মূল্য ২০০ টাকার উপরে। পেঁয়াজ-রসুন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল-ডালসহ সবকিছুর আছে ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জনগণ রাজপথে সভা-সমাবেশ ও সরকারের বাধা। এই সরকার জনগণের কণ্ঠরোধ করেছে। গায়েবি মামলা, বিচারবহির্ভূত হত্যা ও আইসিটি অ্যাক্ট হচ্ছে এ সরকারের প্রধান অস্ত্র। জনগণ সরকারের বিরুদ্ধে কিছু বললেই তার বিরুদ্ধে গাইবি মামলা হয়। কালো আইনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে কণ্ঠরোধ করেছে। তাই আজ সাংবাদিকরা কথা বলতে পারেনা, লিখতে পারেনা আইসিটি অ্যাক্ট মামলার ভয়ে। এই সরকারের দুর্নীতি-দুঃশাসনে সাধারণ জনগণ অতিষ্ঠ।

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিটে ইউনিটে সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত আছে। অচিরেই সদস্য সংগ্রহ শেষে ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটবে। যারা নেতৃত্বে আসবে তাদেরকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব এম.এ আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল হালিম শাহ আলম, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ তৈয়ব, ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী মো.মহিউদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নগর বিএনপি নেতা শাহজাহান সিরাজ, হাজী আব্দুস সবুর, আলী ইউসুফ, আলমগীর নুর, হাজী ইউসুফ, বিএনপি নেতা সোলানাম সদ্দার, রৌশনগীর আমিন, আলী আজগর, কামরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ হারুন, সাইফুল ইসলাম, মোহাম্মদ সেলিম, আব্দুর রহিম, ইদ্রিস আলমসহ বিএনপি, যুবদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print