
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঘটনার ৩ দিনের মাথায় আজ সোমবার বেলা ২টার দিকে তিনি ঘটনাস্থল বিএম ডিপুতে আসে। তিনি বিএম ডিপো এলাকা পরিদর্শন শেষে ১০ মিনিটের মধ্যে চলে যান। এ সময় সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী সাথে কথা বলতে চাইলে তিনি কিছু না বলেই গাড়ীতে উঠে যান।
পুলিশ জানায়, কন্টেইনার ডিপোর ঘটনাস্থ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন চট্টগ্রাম কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে গেছেন
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন মাননীয় মন্ত্রী বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ভয়াবহতা, ক্ষয়ক্ষতি ও হতাহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন।।
উল্লেখ্য গত শনিবার সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও ২শতাধিক মানুষ আহত হয়।